প্রধানমন্ত্রীর সেই আহ্বানে সাড়া দিয়ে গোটা দেশ জুড়ে পালন করা হলো রাত্রি নটার ৯ মিনিট । শুত্রুবার প্রধানমন্ত্রী দেশবাসীকে করোনা মোকাবেলার জন্য সকলকে একসূত্রে বেঁধে রাত্রি ৯ টাই ৯ মিনিট বাড়ির আলো নিভিয়ে দরজার সামনে কিংবা ব্যালকনি অথবা বাড়ির জানালাতে প্রদীপ বা মোমবাতি কিংবা মোবাইলের ফ্লাশ জ্বালানোর আহ্বান জানিয়েছিলেন। সেই আবেদনে সারা দিয়ে গোটা দেশবাসি আজ রাত্রি ৯ টাই ৯ মিনিট পালন করা হলো।


image credits  ICHOWK.IN
সাধারণ মানুষ থেকে সেলেব্রিটি, রাজনেতা থেকে ডাক্তার, রাষ্ট্রপতি থেকে রাজ্যপাল সকলে আজ সামিল হয়েছে। প্রধান মন্ত্রী নিজে সোশ্যাল মিডিয়ায় এর ছবি প্রকাশ করেছেন, এবং সকলকে ধন্যবাদ জানিয়েছেন। পাশাপাশি রাষ্ট্রপতি,স্বরাষ্ট্রমন্ত্রী সকলে ছবি প্রকাশ করেছেন সোশ্যাল মিডিয়ায়। অভিনেতা অক্ষয় কুমার তার সামিল হওয়ার ছবি প্রকাশ করেছেন।





প্রধানমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় ছবি আপলোড করেছেন