![]() |
Image Source: Google |
বিশেষ প্রতিবেদন: ফের সংঘর্ষবিরতি লঙ্ঘন করল পাকিস্তান। পাকিস্তানকেও যোগ্য জবাব দিয়েছে ভারতীয় সেনা। মঙ্গলবার ভোর সাড়ে ৪টে নাগাদ পুঞ্জ জেলার মানকোট সেক্টরে নিয়ন্ত্রণরেখায় বিনা প্ররোচনায় গোলাগুলি চালায় পাকিস্তান সেনা। এই
Pakistan violated ceasefire along LoC by firing with small arms and shelling with mortars in Mankote sector, Poonch district. Indian Army is retaliating: PRO Defence Jammu. #JammuAndKashmir
— ANI (@ANI) September 29, 2020
ঘটনার ফলে নতুন করে উত্তেজনা শুরু হয়েছে নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন এলাকায়। ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র জানিয়েছেন যে,ছোট আগ্নেয়াস্ত্র এবং মর্টার হামলা চালিয়েছে পাকিস্তান সেনা। ভারতীয় সেনার তরফ থেকে যোগ্য জবাব দেওয়ায় তারা পিছু হটতে বাধ্য হয়েছে।
0 Comments