Image Source:Google
 বিশেষ প্রতিবেদন: কয়েক মাস আগেই বনসহায়ক পদের জন্য আবেদন পত্র নেওয়া হয়েছিল  রাজ্য সরকারের তরফ থেকে। এবং আবেদন পত্র জমা পড়েছে লক্ষ্যাধিক। এবার সেই বনসহায়ক পদের জন্য ইন্টারভিউ এর তারিখ প্রকাশিত করলো  পূর্ব মেদিনীপুর  ফরেস্ট ডিপার্টমেন্ট।এই ইন্টারভিউ হবে শুধুমাত্র পূর্ব মেদিনীপুর ডিভিশনের জন্য । ইন্টারভিউ নেওয়া হবে ৫ই অক্টোবর থেকে এবং চলবে টানা ২মাস পর্যন্ত। 

 

পূর্ব মেদিনীপুরের অফিসিয়াল ওয়েবসাইট

অফিসিয়াল নোটিশে বলা হয়েছে ইন্টারভিউর জন্য প্রার্থীকে অরিজিনাল ডকুমেট,সার্টিফিকেট এবং বলপেন ও একটি লেখার বোর্ড আনতে হবে। এবং সকলকেই মাস্ক পরে আসতে হবে। ইন্টারভিউ এর জন্য

 কৃষি বিলের প্রতিবাদ জানাতে ইন্ডিয়া গেটের সামনে ট্রাকটর জ্বালালো বিক্ষোভকারীরা

নির্দিষ্ট সময়ে পৌঁছতে হবে এবং সোশ্যাল ডিসটেন্স মেনে চলতে হবে। ইন্টারভিউ আপাতত ৫ই এবং ৬ই অক্টোবর নেওয়া হবে এবং পরবর্তী sehdule পূর্ব মেদিনীপুর অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে।
 

 Official Notification



রাহুল গান্ধীকে গলা ধাক্কা দিয়ে মাটিতে ফেলে গ্রেপ্তার করলো যোগীর পুলিশ। 

নলের নিচে ফুচকা ধরলেই ভর্তি হয়ে যাচ্ছে টক জল,লাগছে না হাতের কোনো স্পর্শ।