বিশেষ প্রতিবেদন : এবার ১৮ বছর বয়স হলেই মিলবে করোনা ভ্যাকসিন, এমন কথা আজ জানালো কেন্দ্রীয় সরকার।১মে থেকে মিলবে ভ্যাকসিন। এছাড়া খোলা বাজারেও মিলবে করোনা ভ্যাকসিন। সরকার
নির্ধারিত দামে ভ্যাকসিন বিক্রি করতে পারবে প্রস্তুতকারি সংস্থা। এতদিন ৪৫ বছরের উর্ধে হলেই করোনা ভ্যাকিসন নিতে পারছিলেন। বর্তমান পরিস্তিতির কথা বিবেচনা করে নতুন প্রজন্মকে করোনা ভ্যাকসিন দেওয়া হবে।
#coronaUpdate #India
0 Comments