নয়াদিল্লি ২৬-০৩-২০২০: দেশ জুড়ে জারি হয়েছে লোকডাউন। আর সেই কারণেই অসুবিধায় পড়েছেন আর্থিক দিক থেকে বহু মানুষ।  আর এই জন্যই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই আর্থিক প্যাকেজে ঘোষণা করা হলো। এ দিন দিল্লিতে সাংবাদিক বৈঠক করে একাধিক পদক্ষেপের কথা ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামান
এই প্রকল্প প্রধানমন্ত্রী গরিব কল্যাণ আওতায় আনা হয়েছে।


ছবি The Hindu

মূলত দেশের গরিব মানুষদের কথা ভেবেই করা হলো।
তার সাথে চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের জন্য ৫০ লক্ষ্য টাকার বীমা ঘোষণা করলেন এবং তাদের কে তিনি কোরোনার সৈনিক বলে অবিহিত করলেন। কেন্দ্রীয় অর্থ মন্ত্রী জানান আগেই কম দামে চাল ও গম দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল এবার  ৮০ কোটি মানুষকে বিনামূল্যে ৫ কেজি আটা ও চাল দেওয়ার কথা ঘোষণা করলেন।
 এর সাথে ৮ কোটি কৃষককে  অগ্রিম ২০০০ টাকা দেওয়া হবে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধির অধীনে।
জনধন যোজনায় যাদের   একাউন্ট আছে সেই মহিলাদের  আগামী তিন মাস ৫০০ টাকা দেওয়া হবে বলে জানান।