নয়া দিল্লি ২৮-০৩-২০২০: করোনা মোকাবেলায় সরকার নানারকম  উপায়  ভাবছে।  এবার ভারতীয় রেলের কোচ কে আইসোলেশন করার উদ্যোগ নিলো কেন্দ্রীয় সরকার। বুধবার মন্ত্রী সভার বৈঠকে প্রধানমন্ত্রী কোরোনা মোকাবেলায় নতুন ভাবনার কথা সকলের কাছে জানতে চেয়েছিলেন।  সেখান থেকে এই ভাবনা উঠে আসে।

ছবি THE INDIAN EXPRESS
 এই বিষয়ে রেল মন্ত্রী পীযূষ গোয়েল রেল  বোর্ডের চেয়ারম্যান ও সব জোনের ম্যানেজারদের সাথে ভিডিও কনফারেন্স করেন।এর পরেই রেলের কোচকে আইসোলেশন করার সিল মোহর পরে।  কোরোনার জন্য গোটা দেশে রেল পরিসেবা বন্ধ আছে, তাই রেলের কোচকে আইসোলেশন করা হলে চিকিৎসায় সুবিধে হবে বলে সরকারের তরফে মনে করা হচ্ছে। এই কথা রেল মন্ত্রী টুইটারে জানিয়েছেন।