নয়া দিল্লি,২৯-০৩-২০২০:কোরোনার জেরে গোটা বিশ্ব আজ যেন থেমে গেছে। একের পর এক দেশ লোকডাউন এর পথ বেছে নিয়েছে , আর আমাদের দেশ সেই পথে হাঁটতে  বাধ্য হয়েছে।

Photo credits DD NEWS
 দুনিয়াতে লাফিয়ে বাড়ছে কোরোনার  আক্রান্তের সংখ্যা। এখন এই দেশে আক্রান্তের সংখ্যা ১০০০এর কাছাকাছি। দেশে লোকডাউন জারি হওয়ার ফলে দেশের নাগরিকদের নানা অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে যার জন্য তিনি দেশবাসীর কাছে আজ  ক্ষমা চাইলেন মন কি বাতের মাধ্যমে।