নয়াদিল্লি ৩১-০৩-২০২০: করোনাভাইরাসের জন্য সারা দেশব্যাপী লোকডাউন জারি হয়েছে। যার জন্য সকল জনগণ ঘর বন্দি হয়েছে, এই বন্দি অবস্থায় মানুষের বাড়িতে সময় কাটাতে যাতে কোনো অসুবিধে না  হয় ,তার জন্য মোদী  সরকার আগেই রামায়ণ ও মহাভারত সম্প্রসার শুরু করেছে ডি ডি ন্যাশনাল ও ডি ডি ভারতী তে।


PHOTO CREDITS  INDIATV

 এবার আসতে চলেছে  ৯০ দশকের  জনপ্রিয় ধারাবাহিক 'শক্তিমান', এ কথা মুখ্য অভিনেতা মুখেশ খান্না নিজে টুইট করে জানিয়েছেন।
কবে থেকে সম্প্রসার হবে সে ব্যাপারে কিছু বলেননি। তবে এটা সকলের আনন্দের ব্যাপার রামায়ন ও মহাভারতের পর শক্তিমান ছোট পর্দায় আবার আসতে চলেছে।