নয়াদিল্লি ৩১-০৩-২০২০: করোনাভাইরাসের জন্য সারা দেশব্যাপী লোকডাউন জারি হয়েছে। যার জন্য সকল জনগণ ঘর বন্দি হয়েছে, এই বন্দি অবস্থায় মানুষের বাড়িতে সময় কাটাতে যাতে কোনো অসুবিধে না হয় ,তার জন্য মোদী সরকার আগেই রামায়ণ ও মহাভারত সম্প্রসার শুরু করেছে ডি ডি ন্যাশনাল ও ডি ডি ভারতী তে।
এবার আসতে চলেছে ৯০ দশকের জনপ্রিয় ধারাবাহিক 'শক্তিমান', এ কথা মুখ্য অভিনেতা মুখেশ খান্না নিজে টুইট করে জানিয়েছেন।
কবে থেকে সম্প্রসার হবে সে ব্যাপারে কিছু বলেননি। তবে এটা সকলের আনন্দের ব্যাপার রামায়ন ও মহাভারতের পর শক্তিমান ছোট পর্দায় আবার আসতে চলেছে।
![]() |
PHOTO CREDITS INDIATV |
এবার আসতে চলেছে ৯০ দশকের জনপ্রিয় ধারাবাহিক 'শক্তিমান', এ কথা মুখ্য অভিনেতা মুখেশ খান্না নিজে টুইট করে জানিয়েছেন।
কবে থেকে সম্প্রসার হবে সে ব্যাপারে কিছু বলেননি। তবে এটা সকলের আনন্দের ব্যাপার রামায়ন ও মহাভারতের পর শক্তিমান ছোট পর্দায় আবার আসতে চলেছে।
130 crore Indians will together get the opportunity to watch Shaktiman on DD once again. Wait for the announcement. pic.twitter.com/MfhtvUZf5y— Mukesh Khanna (@actmukeshkhanna) March 29, 2020
0 Comments