কলকাতা,৩১-০৩-২০২০:করোনাভাইরাসের জেরে প্রধানমন্ত্রী দেশ জুড়ে ২১ দিনের লোকডাউন ঘোষণা করেছেন। এই লোকডাউন চলাকালীন জুরুরী পরিষেবা ছাড়া বাকি সমস্ত দোকান,বেসরকারি অফিস,স্কুল,কলেজ,শপিংমল বন্ধ আছে,যার মধ্যে মিষ্টির দোকান সামিল ছিল।যার ফলে দুগ্ধ ব্যাবসীয়রা সমস্যায় পড়েছিল।
![]() |
photo credits: justdial.com |
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুগ্ধ ব্যাবসায়ীদের কথা মাথায় রেখে সমস্ত মিষ্টির দোকান লোকডাউন চলাকালীন দুপুর ১২ টা থেকে বিকাল ৪ পর্যন্ত খোলার নির্দেশ দিয়েছেন।
0 Comments