কলকাতা :২-০৪-২০২০:গোটা দেশ জুড়ে লোকডাউন চলছে কোরোনাভাইরাসের জেরে।যার ফলে রাজ্যের সমস্ত শিক্ষা ব্যবস্থা বন্ধ হয়ে আছে।

PHOTO CREDITS INDIAN EXPRESS
 এই পরিস্থিতে রাজ্য সরকার প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত সকলকে পাশ করার সিদ্ধান্ত নিয়েছে। এ কথা আজ শিক্ষা মন্ত্রী নিজে জানিয়েছেন।এর  আগে কেন্দ্রীয় সরকার অধীনস্ত  সি.বি.এস.ই  প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পাশ কথা জানিয়েছিল।
এবার