নয়াদিল্লিঃ৩-০৪-২০২০ঃ আজ আবার শুক্রুবার জাতির উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদী । গোটা দেশে ক্রমশই বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা যা ২০০০ ছাড়িয়ে ফেলেছে ,মৃত্যু হয়েছে ৫০ জনের।
লকডাউনের সময় দেশবাসির ভুমিকা প্রশংসনীয় । তিনি ৫ই এপ্রিল রাত্রি ৯ টাই সকলের কাছে ৯ মিনিট চেয়েছেন। এই ৯ মিনিটে আমরা সকলে বাড়ির সব আলো নিভিয়ে প্রদিপ, মোমবাতি,টর্চ জালিয়ে এক সঙ্গে লড়ব,যাতে দুনিয়ার কোন শক্তি আমাদের পরাজিত করতে না পারে।
![]() |
photo credits ndtv |
0 Comments