mla-of-bishnupur-changes-party-rejoins-tmc
সাংবাদিক বৈঠকে বিষ্ণুপুরের বিধায়ক তুষারকান্তি ভট্টাচার্য

বিশেষ প্রতিবেদন : করোনা আবহের মধ্যে বিজেপি থেকে  তৃণমূলে যোগদেনদান করলেন বিষ্ণুপুরের বিধায়ক তুষারকান্তি ভট্টাচার্য। বাঁকুড়া জেলার সভাপতি শ্যামল সাঁতরা ও চেয়ারম্যান সুভাশিষ বটব্যালের হাত ধরে সাংবাদিক বৈঠক করে তৃণমূলে ফিরলেন। তুষারকান্তি  ভট্টাচার্য ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে বাম- কংগ্রেসের জোট প্রার্থী হয়ে বিষ্ণুপুরের বিধায়ক হন এবং সেই বছরেই ২১শে জুলাই 

 আধার কার্ড সংক্রান্ত এই পাঁচটি তথ্য সংশোধন করতে আর কোনো ডকুমেন্ট লাগবেনা : জানাল কেন্দ্র

কলকাতায় শহীদ  দিবসের দিন আনুষ্ঠানিক ভাবে তৃণূমলে যোগদান করেন। তার পর দলের সাথে মতবিরোধের জন্য  তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন। সাংবাদিকরা তুষার বাবুকে তৃণূমলে ফিরে আসার প্রসঙ্গে প্রশ্ন করলে তিনি জানান বিজেপিতে ঠিকমতো  উন্নয়নের কাজ করতে পারছিলেন না বলে অভিযোগ করেন। তাই তিনি তৃনমুলে ফিরে আসার সিদ্ধান্ত নেয় বলে সাংবাদিকদের জানান।     

আরও খবর :

 অদম্য ইচ্ছাশক্তি! গ্রামে নেই কোনো ভালো নেটওর্য়াক ,তাই পড়াশুনার জন্য অনলাইন ক্লাসের ঠিকানা পাহাড়

 আপনাদের মতামত জানানোর জন্য কমেন্ট করুন