![]() |
Image Source: Google |
বিশেষ প্রতিবেদন: এবার ফিউচার গ্রূপের একাধিক ব্যবস্যা কিনলো মুকেশ আম্বানির সংস্থা রিলায়েন্স। ভারতের ব্যাবসায়িক সাফল্যের শিখরে পৌঁছেছে মুকেশ আম্বানি।শনিবার ফিউচার গোষ্ঠীর কর্ণধার কিশোর বিয়ানী এই অধিগ্রহনের কথা জানিয়েছেন।চুক্তি অনুযায়ী ২৪,৭১৩ কোটি টাকার বিনিময়ে ফিউচার গোষ্ঠীর একাধিক বাবস্যার মালিক হলেনা মুকেশ আম্বানি।এই চুক্তির ফলে আমাজানের সঙ্গে লড়াইয়ে রিলায়েন্সকে অনেকটাই এগিয়ে নিয়ে যাবে বলে মনে করছেন অর্থনীতি বিশেষজ্ঞ।এই মুহূর্তে রিলায়েন্সর শেয়ার আকাশ ছোয়া।কয়েক দিন আগেই মার্কজুখেরবার্গের সংস্থা 'ফেসবুক' রিলায়েন্সর সাথে বিনিয়োগ করে,অন্যদিকে গুগল রিলায়েন্সর শেয়ার কিনে।তারপর নতুন করে বিগবাজারের মতো ব্রান্ডকে নিজের অধীনে আনা।ভারতীয় বাজারে আমাজনকে টেক্কা দিতে একাধিক রিটেল চেন কিনছে রিলায়েন্স।
আরও খবর :
আধার কার্ড সংক্রান্ত এই পাঁচটি তথ্য সংশোধন করতে আর কোনো ডকুমেন্ট লাগবেনা : জানাল কেন্দ্র
আপনাদের মতামত জানানোর জন্য কমেন্ট করুন
0 Comments