Image Source: Google
 

বিশেষ  প্রতিবেদন: মোবাইল পোর্টেবিলিটির কথা শুনেছেন,ঠিক একই ধাঁচে রেশন কার্ডে পোর্টেবিলিটি সিস্টেম আনতে চলেছে কেন্দ্রীয় সরকার। এ ক্ষেত্রে যেমন মোবাইল পোর্টেবিলিটির মাধ্যমে মোবাইল নম্বর না বদলে আপনি দেশের যে কোনো সার্ভিস প্রোভাইডারের সিম ব্যবহার করতে পারেন। ঠিক একই ভাবে রেশন কার্ড পোর্টেবিলিটি কাজ করবে। এর ফলে এক রাজ্য  থেকে অন্য রাজ্যে স্থানান্তরিত করলে আর নতুন করে

 

২৩টি রাজ্যের রেশন কার্ড হোল্ডাররা এই সুবিধা পাবেন।

রেশন কার্ডের জন্য আবেদন করতে হবে না। এক্ষেত্রে আপনি পুরোনো রেশন কার্ড ব্যাবহার করেই আপনি দেশের যেকোনো রাজ্যেই আপনার রেশন তুলতে পারবেন। আর এর জন্য অবশ্যই আপনাকে রেশন কার্ড এবং 

 


আধার কার্ড সঙ্গে নিয়ে পি.ডি.এস দোকানে  ইলেকট্রনিক্স POS ডিভাইস থেকে ভেরিফিকেশন  করাতে হবে। জানা গেছে  কেন্দ্রের এক দেশ এক রেশন কার্ড যোজনায় ২৩টি রাজ্যের রেশন কার্ড হোল্ডাররা এই সুবিধা পাবেন। 

 

 আরও খবর :

আধার কার্ড সংক্রান্ত এই পাঁচটি তথ্য সংশোধন করতে আর কোনো ডকুমেন্ট লাগবেনা : জানাল কেন্দ্র  

 

 আপনাদের মতামত জানানোর জন্য কমেন্ট করুন