বিশেষ প্রতিবেদন : গরিব গ্রামীণ মহিলাদের বিনামূল্যে গ্যাস সিলিন্ডার দিয়ে থাকে কেন্দ্রীয় সরকার "প্রধানমন্ত্রী উজ্বলা যোজনার " মাধ্যমে। কোরোনার ফলে গোটা দেশ জুড়ে যে পরিস্থিতি তৈরী হয়েছিল তার মোকাবেলার জন্য কেন্দ্রীয় সরকার দেশের ৭.৪ কোটি মহিলাকে বিনামূল্যে  তিন মাসের জন্য সিলিন্ডার দেওয়ার ব্যবস্থা করেন। এই যোজনা এপ্রিল মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাস পর্যন্ত করা  হয়েছে । সেপ্টেম্বর মাসের পর থেকে থেকে আর বিনামূল্যে গ্যাস দেওয়া হবে না বলে জানিয়ে দেয় কেন্দ্রীয় সরকার। 

 

দেখে নিন এক নজরে এই যোজনার শেষ সুযোগ নেওয়ার জন্য আপনাকে কি করতে হবে। 

 


১. বি.পি.এল তালিকা ভুক্ত যেকোনো মহিলা এই যোজনার জন্য আবেদন করতে পারেন। 

২. প্রথমে আপনাকে অফিসিয়াল ওয়েবসাইট গিয়ে  রেজিস্ট্রেশন করতে হবে।
 

৩. রেজিস্ট্রেশন ফর্মফিলাপ করে আপনার নিকটবর্তী এলপিজি অফিসে গিয়ে ফর্ম জমা দিতে হবে।
 

৪.জনধন একাউন্ট নম্বর,পরিবারের সকল সদস্যের নাম ও আধার নম্বর দিতে হবে। 

৫. গ্রাহকরা যদি EMI অপসন সিলেক্ট করে  তাহলে EMI টাকা সিলিন্ডারের সাবসিডির সাথে এডজাস্ট করে দেওয়া হবে। 


আরও খবর :

এবার রেশন কার্ডে পোর্টেবিলিটি ! কারা এর সুবিধা পাবে ? 



আপনাদের মতামত জানানোর জন্য কমেন্ট করুন