পথ হারানো চীনা নাগরিকদের খাবার ও অক্সিজেন দিয়ে প্রাণ বাঁচালো ভারতীয় সেনা।

বিশেষ প্রতিবেদন:প্রকৃত নিয়ন্ত্রণরেখায় ভারতীয় ও চীনা সেনা বাহিনীর মধ্যে গত কয়েক মাস ধরেই উত্তেজনা চলছে।আর এর মধ্যেই অরুণাচল প্রদেশে ভারত-চীন LAC থেকে ১০০ কিলোমিটার দূরে এলাকা থেকে পাঁচজন ভারতীয় যুবককে চীনা সেনা অপরহরণ করেছে বলে অভিযোগ উঠেছে।অপহৃতদের খুঁজতে সেনা বাহিনীর সাহায্য চেয়েছে অরুণাচল প্রদেশের পুলিশ।আর এই  রকম পরিস্থিতে মানবিক নজির ভারতীয় সেনাবাহিনী। সিকিমে রাস্তা হারিয়ে ফেলা চীনা 

 

নাগরিকদের পাশে দাঁড়ালেন ভারতীয় জওয়ানরা। এখবর টুইট করে জানিয়েছে ভারতীয় সেনা। জানা গেছে গত ৩ রা সেপ্টম্বর উত্তর সিকিমের মালভূমি অঞ্চলে পৌঁছান তিন চীনা নাগরিক। ১৭৫০০ ফুট উচ্চতায় অবস্থিত এলাকায় পথ হারিয়ে তারা ভারতের দিকে চলে আসে এর পরেই তাদের রাস্তা আটকায় ভারতীয় সেনা। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর চীনা নাগরিকদের খাদ্য ও ওষুধ ও গরম কাপড় জামা এবং অক্সিজেন দিয়ে সাহায্য করে ভারতীয় জওয়ানরা। এর পর তারা সুস্থ হলে তাদেরকে প্রকৃত রাস্তা বুজিয়ে দেয় ভারতীয় সেনা।