Image Source:Google

বিশেষ প্রতিবেদন: সোমবার সফলভাবে হাইপারসনিক মিসাইল টেস্ট করলো ভারত। উড়িষ্যার বালাসোরের এপিজি আব্দুল কালাম টেস্টিং রেঞ্জ থেকে এই পরীক্ষা করা হয়েছে। জানা গেছে শব্দের থেকে ছয় গুন বেশি এর গতি। এই মিসাইলের সফল পরীক্ষার ফলে ভারত বিশ্বের চতুর্থ দেশ হিসাবে নাম নথিভুক্ত করলো।

এই হাইপারসনিক টেস্ট ডেমোনস্ট্রাটর ভেহিকেল তৈরী করেছে (ডি.আর.ডি.ও) অৰ্থাৎ "ডিফেন্স রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট অর্গানিসশন" যা সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরী করা হয়েছে। চীনের সঙ্গে যুদ্ধ আবহের মধ্যে ভারতের এই পদক্ষেপ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে অনেকে। দেখুন সেই মুহূর্তের ভিডিও।
এই পরিক্ষার পরেই পতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (ডি.আর.ডি.ও) কে অভিনন্দন জানিয়েছে। তিনি বলেন ভারতীয় বিজ্ঞানীদের জন্য দেশ গর্বিত।