বিশেষ প্রতিবেদন: তিনদিন ম্যারাথন জেরার পর অবশেষে মাদক যোগে রিয়া চক্রবর্তীকে গ্রেপ্তার করলো নার্কোটিকস কন্ট্রোল ব্যুরো (NCB) । এর আগে রিয়ার ভাই সৌভিক কে গ্রেপ্তার করেছিল তদন্তকারী সংস্থা। ৯ ই সেপ্টেম্বর তাদের কোর্টে তোলা হবে।
Mumbai: Actor #RheaChakraborty being taken for medical examination after being arrested by Narcotics Control Bureau (NCB) in drug case related to #SushantSinghRajput's death probe. pic.twitter.com/sFVz2WpH0s
— ANI (@ANI) September 8, 2020
হোয়াটস্যাপ চ্যাটের সূত্র তদন্ত করছিলো NCB. তাছাড়া তিনদিনে জেরাতে রিয়া চক্রবর্তী শিকার করেছিলেন তিনি তার ভাই কে দিয়ে সুশান্তের জন্য ড্রাগস্ আনতেন। কিছু দিন আগে রিয়া চক্রবর্তী জানিয়েছিলেন ভালোবাসার জন্য গ্রেপ্তার হতেও রাজি। রিয়া গ্রেপ্তার হওয়ার ফলে বলিউডে মাদক চক্রের আসল পর্দা ফাসঁ হবে বলে অনেকে মনে করছে।
আরও খবর :
শব্দের থেকে ছয় গুন বেশি গতিতে ছুটলো ভারতের এই মিসাইল।
0 Comments