নলের নিচে ফুচকা ধরলেই ভর্তি হয়ে যাচ্ছে টক জল,লাগছে না হাতের কোনো স্পর্শ।
 নলের নিচে ফুচকা ধরলেই ভর্তি হয়ে যাচ্ছে টক জল,লাগছে না হাতের কোনো স্পর্শ।

 বিশেষ প্রতিবেদন : ফুচকা  খেতে কে না ভালোবাসে ? ফুচকার নাম শুনলে সকলের জিভে জল আসে। কিন্তু করোনা কালে করোনা সংক্রমণের জেরে একাধিক সতর্কবার্তা জারি করা হয়েছে।  যার জেরে অনেকেই এই ফুচকা খাওয়ার সুখ থেকে বঞ্চিত আছে। শুধু ফুচকা প্রেমিকরাই নয় ,ফুচকা বিক্রাতারও সমস্যায় পড়েছেন।  দেশে আনলক পর্ব শুরু হওয়ার পর দেশ জুড়ে দোকানদানি ,শপিং মূল, বিভিন্ন বাজার, রেস্তোরা খুলেছে একাধিক সতর্কতার সাথে। কিন্তু ফুচকার ক্ষেত্রে একটু অন্যরকম।  সরাসরি হাতের স্পর্শ ছাড়া ফুচকা বিক্রি করা অসম্ভব ব্যাপার। বহু ফুচকা  

ব্যাবসায়ী রুজির টানে দোকান খুলেও আগের মতন বিক্রি অনেক কমে গেছে বলে তাদের দাবি। তবে এরই মধ্যে এক অভিনব আধুনিক ব্যবস্থা দেখা গেলো এক ফুচকা বিক্রেতার মধ্যে।  ছত্তীসগড়ের রাইপুরের বাসিন্ধা। তিনি নিজেও একজন ফুচকা বিক্রেতা। তিনি এমন এক যন্ত্র নিয়ে হাজির হয়েছেন যাতে হাতের স্পর্শর প্রয়োজন নেই। এই যন্তের সামনে ফুচকা প্রেমীরা নিজেরাই আলু ভরা ফুচকা নিয়ে যন্তের নলের সামনে 


 

নিয়ে গেলেই সেখান থেকে বেরিয়ে আসছে তেঁতুল জল যেটা  সরাসরি ফুচকাতে পড়ছে। এই যন্তের ফলে ফুচকা বিক্রেতাকে তেঁতুল জলে হাত ঢোকাতে হচ্ছেনা। যার ফলে সংক্রমনের আশঙ্কা অনেকটাই কমেছে। ফুচকাওয়ালার এই এই যন্ত্রটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু করেছে। অনেকেই এই উদ্যোগের জন্য ফুচকাওয়ালাকে কুর্নিশ জানাচ্ছে। 

  আরও খবর 

শব্দের থেকে ছয় গুন বেশি গতিতে ছুটলো ভারতের এই মিসাইল।