Image Source:Google
  বিশেষ প্রতিবেদন:বিরোধীদের বিরোধিতা কাজে লাগলো না। লোকসভার পর রাজ্যসভাতেও পাশ হয়ে গেলো কৃষি বিল।এর পর রাষ্ট্রপতির স্বাক্ষর হলেই তা আইনে পরিণত হয়ে যাবে।প্রবল বিরোধিতা থাকা সত্ত্বেও মোদী সরকার সংসদের দুই কক্ষে কৃষি ক্ষেত্রে সংস্কার সংক্রান্ত দুটি বিল পাশ করিয়ে নিলো।

এই বিলের বিরোধিতা শুধু সংসদে দেখা যায়নি, উত্তর ভারতের বেশ কয়েকটি রাজ্যে এই বিলের বিরোধিতা করতে দেখা গিয়েছে। কেন্দ্রীয় কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তোমর বলেন এই দুটি বিল ঐতিহাসিক এবং দেশের কৃষকদের জীবন বদলে দিবে।  

 

 আরও খবর 

নলের নিচে ফুচকা ধরলেই ভর্তি হয়ে যাচ্ছে টক জল,লাগছে না হাতের কোনো স্পর্শ।