File Photo, Source on Google

 

 বিশেষ প্রতিবেদনঃ গোহত্যা রুখতে যাওয়ায় এক মুসলিম যুবককে হত্যা করলো দুই মুসলিম যুবক। ঘটনাটি ঘটেছে সোমবার রাত্রে ঝাড়খণ্ডের গাড়ওয়া জেলায়।  গোহত্যায় বাধা দেওয়ায় ১৮ বছর বয়সি মহম্মদ আরজু  কে গলা কেটে নির্মম ভাবে হত্যা করলো দুই মুসলিম যুবক মুন্নু কুরেশি ও কায়েল কুরেশি নামের  দুই জন  ।পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করেছে।আরজুর মৃত্যুতে তার পরিবারে নেমে এসেছে শোকের 

 উৎসবের মরশুমে সরকারি কর্মচারীদের ১০ হাজার টাকা অগ্রিম দেওয়া হবে।

ছায়া।  মৃতার মা জানিয়েছেন আমার ছেলের এটুকুই দোষ ছিল যে, সে গোহত্যা বন্ধ করতে বলে ছিল।এলাকার স্থানীয় মন্ত্রী  মিথিলেশ ঠাকুর মঙ্গলবার সকালে হাসপাতালে যান এবং তার কাছে মৃতার মা দোষীদের কঠোর শাস্তির দাবি করেন।

 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আনতে চলেছেন প্রপার্টি কার্ড।কি এই প্রপার্টি কার্ড জানুন বিস্তারিত।