প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, Image Source: Google

 

বিশেষ প্রতিবেদন: কয়েক দিন আগেই বঙ্গ বিজেপির তরফ থেকে জানানো হয়েছিল ষষ্ঠীর দিন কলকাতার দুর্গ পুজো উদ্বোধন করবেন তিনি। সেই মতো আজ দিল্লি থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী দূর্গা  পুজো উদ্বোধন করেন।এই প্রথম কোনো প্রধানমন্ত্রী দূর্গা পুজোয় এ ভাবে বাংলায় ভাষণ দিলেন। যা শুনে আপামর বাঙালির মন জয় করে নিলেন। প্রধানমন্ত্রী বলেন বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোপূজোয় অংশ নিতে পেরে নিজেকে ভাগ্যবান বলে মনে করেন। তার সাথে তিনি সমগ্র দেশ বাসীকে লক্ষি পুজো,দীপাবলিরও আগাম শুভেচ্ছা জানান। আজ প্রধানমন্ত্রী তার বক্তব্যে বাংলার মনি ঋষিদের নামও 

গোহত্যা রুখতে যাওয়ায় এক মুসলিম যুবককে হত্যা করলো দুই মুসলিম যুবক  

উল্লেখ করেছেন। যারা  ভারতের স্বাধীনতার আন্দোলনকে জীবন্ত করেছিল। নেতাজি সুভাষ চন্দ্র বসু থেকে ক্ষুদিরাম বসু ,শ্যামাপ্রসাদ মুখার্জী সকলকে প্রণাম জানিয়েছেন। তার সাথে রামকৃষ্ণ পরম হংসদেব, মা সারদাদেবী ,রাজা রামমোহন রায় , সকল মনি ঋষিদের প্রণাম জানিয়েছে। আজ প্রধানমন্ত্রীকে বাঙালি ভেসেই  ভাষণ দিতে দেখা গিয়েছে।    

 

 

 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আনতে চলেছেন প্রপার্টি কার্ড।কি এই প্রপার্টি কার্ড জানুন বিস্তারিত।