নিজস্ব চিত্র ,বিষ্ণুপুরে মহাষ্টমীর সন্ধিক্ষণে তোপধ্বনির মধ্য দিয়ে শুরু হলো সন্ধিপূজা 

বিশেষ প্রতিবেদন: দুর্গাপূজা উপলক্ষে বাঁকুড়ার বিষ্ণুপুরে রাজদরবারে অষ্টমীর সন্ধি পুজোয় তোপধ্বনি দেখতে দূরদূরান্ত থেকে বহু মানুষ ভিড় করেন। এই প্রথা বিষ্ণুপুরে  বহু কাল থেকেই চলে আসছে। ঘড়িতে ১১ টা ২৪ মিনিট বাজতেই রাজ্ দরবার সংলগ্ন মূর্চার পাহাড়ে গর্জে উঠে তিনটি সুপ্রাচীন কামান। প্রতিবারের মতো এবারেও ভিড় ঠেকাতে নেওয়া হয়েছিল বিশেষ ব্যবস্থা। পুরো এলাকা বাঁশের ব্যারিকেট দিয়ে ঘিরে ফেলা হয়। সব মিলিয়ে তোপধ্বনি দেখতে বহু মানুষের সমাগম  হয়। 

 

এক নজরে বিষ্ণুপুরের পুজো মণ্ডপ গুলি  

ভারতে এই প্রথম কোনো প্রধানমন্ত্রী দুর্গাপুজোয় এ ভাবে বাংলায় ভাষণ দিলেন।