image source: Google

বিশেষ প্রতিবেদন: দেশের মধ্যে প্রথম সি-প্লেনের পরিষেবা চালু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।লৌহ পুরুষ  ভারতরত্ন সরদার বল্লভভাই  প্যাটেলের জন্ম জয়ন্তীতে কেবড়িয়া সবরমতি রিভারক্রাফ্ট সি-প্লেনের উধোবদন করলেন আজ।

প্রধানমন্ত্রী স্বয়ং সি-প্লেনের মাধ্যমে কেবড়িয়া  থেকে আহমেদাবাদ পর্যন্ত সফর করেন।জানিয়ে দিই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু-দিন গুজরাট সফরে আছেন।সেখানে তিনি সর্বপ্রথম লৌহ পুরুষ  ভারতরত্ন সরদার বল্লভভাই প্যাটেলকে শ্রদ্ধা জানান। আজ প্রধানমন্ত্রী তার ভাষণে সন্ত্রাসবাদের তীব্র সমালোচনা করেন।এবং তার সাথে সন্ত্রাসবাদের সমর্থনকারীদের এক হাতে নেন।তিনি বলেন সন্ত্রাসবাদ আর হিংসা দিয়ে কখনও কারোর কল্যাণ হয়নি। 

 গোহত্যা রুখতে যাওয়ায় এক মুসলিম যুবককে হত্যা করলো দুই মুসলিম যুবক 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আনতে চলেছেন প্রপার্টি কার্ড।কি এই প্রপার্টি কার্ড জানুন বিস্তারিত।