![]() |
Image Source:google |
কেরালার প্রথম তৃতীয় লিঙ্গের ডাক্তার হিসাবে স্বীকৃতি পেলেন ভি এস প্রিয়া। তিনি পুরুষ হিসাবে জন্ম নিলেও নিজেকে নারী হিসাবে দেখতেন। তাই লিঙ্গ পরিবর্তন করতে কোনো দ্বিধাবোধ করেননি। পূর্বের নাম জিনু শশীধরণ থেকে হয়ে উঠেন প্রিয়া। তার বাবা-মা দুজনেই ছিলেন নার্স। তাই তাদের ইচ্ছে ছিল তাদের সন্তানও হোক চিকিৎসক। তিনি ম্যাঙ্গালোর থেকে এমডি ডিগ্রী লাভ করেন। দীর্ঘ লড়াইয়ের পথ পেরিয়ে তিনি আজ এক সফল চিকিৎসক হয়ে উঠেছেন।
দেশের মধ্যে প্রথম সি-প্লেনের পরিষেবা চালু করলেন প্রধানমন্ত্রী। জানুন বিস্তারিত
0 Comments