বিশেষ প্রতিবেদন: ফেব্রুয়ারির শেষে মহাকাশে ভগবত গীতা এবং প্রধানমন্ত্রীর ছবি পাঠাতে চলেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো (ISRO) । PSLV এর সাহায্যে সতীশ ধাওয়ান স্যাটেলাইটে (SD-SAT) উপগ্রহ পাঠাবে ইসরো। এই স্যাটেলাইটে উৎক্ষেপণ করা হবে শ্রীহরিকোটা থেকে।বিশেষ তৎপূর্যপূর্ণ এই স্যাটেলাইটে পাঠানো হচ্ছে ভগবত গীতা এবং প্রধানমন্ত্রীর ছবি এবং ২৫ হাজার মানুষের নাম।সূত্রের খবর এই উপগ্রহ তিনটি সিস্টেমে কাজ করবে, যা মহাকাশে তেজস্ক্রিয়তার উপর গবেষণা করবে, অন্যটি
প্রথম রূপান্তরকামী চিকিৎসকের স্বীকৃতি পেলেন ডাঃ ভি.এস প্রিয়া
ম্যাগ্নোটস্পিয়ার এবং আরেকটি লো -পাওয়ার ওয়াইড এরিয়া কমুনিকেশন এ কাজ করবে। 'স্পেস কিডস ইন্ডিয়া ' নামে সংস্থা এই স্যাটেলাইট টি তৈরী করেছে।কিন্তু এই পদক্ষেপের জন্য প্রশ্ন উঠতে শুরু করেছে। ইসরো জানিয়েছে বিশ্বের বহু দেশই নিজেদের মহাকাশযানে বাইবেল রাখে।তাই ইসরোর তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এছাড়াও থাকছে ইসরোর চেয়ারপারসন ডঃ কে শিবান এবং বিজ্ঞান সচিব ডঃ আর উমামহেশ্বরনের নামও।
0 Comments