বিশেষ প্রতিবেদন: তিন দিনে ২০০ টিরোও বেশি কুকুরের মৃত্যু কে ঘিরে চাঞ্চল্য ছড়ালো বাঁকুড়ার বিষ্ণুপুরে।এই নিয়ে এলাকাবাসীর মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিষ্ণুপুর পৌরসভার হিসেবে অনুযায়ী মঙ্গলবার ৬০টি , বুধবার ৯৭টি ,ও বৃহস্পতিবার ৪৫ টি কুকুরের মৃত্যু হয়েছে বলে জানানো হয়। বিষ্ণুপুর পৌরসভার প্রশাসক দিব্যেন্দু বন্দ্যোপাধ্যায় বিষ্ণুপুর মহকুমা প্রশাসনকে বিষয়টি জানান। কি কারণে এক সাথে এতো গুলো কুকুরের মৃত্যু হলো তা জানার জন্য একটি ময়না তদন্ত করা হয়, এবং নমুনা সংগ্রহ করে কলকাতায় পাঠানো হয়। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে কোনো সংক্রমণের ফলে কুকুরদের মৃত্যুর ঘটনা ঘটেছে। তবে এতে মানুষের কোনো ভয়ের কিছু নেয় বলে জানানো হয়েছে। মৃত কুকুরদের পৌরসভার ডাম্পিং গ্রাউন্ডে মাটি চাপা দেওয়া হচ্ছে।
#over-200-dogs-found-dead-in-Bishnupur
0 Comments