file photo. source on Google

 

বিশেষ প্রতিবেদন: করোনা মোকাবেলায় দেশের কেন্দ্রীয় সরকার সফল না বলে দাবি করলেন রাহুল গান্ধী। তিনি আজ টুইট করে বলেন। সেখান তিনি দাবি করেন ভারত ছাড়া বাকি প্রতিবেশী দেশ গুলি কোরনা মোকাবেলা করেছে খুব সফল সফল ভাবে।

এমনকি পাকিস্তানও ভারতকে পেছনে ফেলে দিয়েছে। তার মধ্যেই একটি গ্রাপের মাধ্যমে দেশের অর্থনীতির 

 উৎসবের মরশুমে সরকারি কর্মচারীদের ১০ হাজার টাকা অগ্রিম দেওয়া হবে।

বেহাল দশা তুলে ধরেন। কোরোনার কারণে ভারত সহ বিশ্বের অর্থনীতির বেহাল দশা হয়ে পড়েছে। এবার সেটাকেই অস্ত্র করে রাহুল গান্ধী আজ টুইট করেন। 

 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আনতে চলেছেন প্রপার্টি কার্ড।কি এই প্রপার্টি কার্ড জানুন বিস্তারিত।