Image Source:Google

বিশেষ প্রতিবদেন: কয়েকদিন আগে তানিশক কোম্পানি সোস্যাল মিডিয়ায় একটি বিজ্ঞাপন ভিডিও শেয়ার করেছিল।যার ফলে তানিশক কে একদিনে ২৭০০ কোটি টাকা ক্ষতির সম্মুখীন হতে হলো।ভিডিও বিজ্ঞাপনে দেখানো হয়েছিল মুসলিম বাড়িতে গর্ভবতী  হিন্দু মহিলার সাধের অনুষ্ঠানে দেখা যাচ্ছিল।  এই 

উৎসবের মরশুমে সরকারি কর্মচারীদের ১০ হাজার টাকা অগ্রিম দেওয়া হবে।  

বিজ্ঞাপনটি সোশ্যাল মিডিয়ায় আসার পর থেকেই জনগণ তানিশিক জুয়েলারির বয়কটের ডাক দেন। কোম্পানির বিরুদ্ধে  অভিযোগ আসে তারা লাভ জিহাদকে প্রোমোট করছে।

সোশ্যাল মিডিয়ায় হিন্দুরা #BoycottTanishq ট্রেন্ড শুরু করেছিল। তার প্রভাবে কোম্পানির একদিনে ২৭০০ কোটি টাকার ক্ষতির সম্মুখীন হতে হয়েছে এবং আগামী দিনে আরও হবে বলে মনে করছে অনেকে।শেয়ার মার্কেটেও কোম্পানির অবস্থা খারাপ হয়ে পড়েছে। যেখানে যাচ্ছে ২.৫৮ শেয়ারে ঘাটতি এসেছে।

 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আনতে চলেছেন প্রপার্টি কার্ড।কি এই প্রপার্টি কার্ড জানুন বিস্তারিত।