Image Source: google
বিশেষ প্রতিবেদন: ভারতবর্ষে অবিশ্বাস্য সস্তায় দেশে চিকিৎসা ব্যাবস্থা শুরু হতে চলেছে। গুরুদুয়ারা বাংলা সাহিব আগামী ডিসেম্বর মাস থেকে মাত্র ৫০ টাকায় এম.আর.আই স্ক্যান করার ব্যাবস্থা চালু করতে চলেছে। ভারতবর্ষে সাধারণ মানুষের পক্ষে বিশেষ করে গরিব মানুষ, তাদের পক্ষে অনেক টাকা খরচ হওয়ার ফলে এম.আর.আই স্ক্যান করানো খুব কষ্টের ব্যাপার হয়ে দাঁড়ায় ।সাধারণ বেসরকারি হাসপাতালে
![]() |
Image Source:Google |
কিংবা ডায়াগনস্টিক সেন্টারে এম.আর.আই স্ক্যান করানোর খরচ অনেক। তাই আমাদের এই ব্যাবস্থার ফলে গরিব মানুষদের অনেক সুবিধা হবে বলে জানিয়েছেন গুরুদুয়ারার সভাপতি মনজিন্দর সিং।এছাড়া
বনসহা পয়কদের জন্য ইন্টারভিউর তারিখ প্রকাশিত হলো
গুরুদুয়ারা চত্বরে একটি ডায়ালিসিস সেন্টার গড়ে উঠছে গুরু হরকৃসান হাসপাতালে। এখানে ডায়ালিসিস করানোর জন্য খরচ পড়বে ৬০০ টাকা।এছাড়া আরও অন্যান্য পরীক্ষা করার সুবিধা পাওয়া যাবে কম খরচে যেমন এক্সরে, আলট্রা সাউন্ড যার জন্য খরচ পড়বে মাত্র ১৫০ টাকা। এই ডায়াগনস্টিক সেন্টার দেশের মধ্যে সবচেয়ে সস্তা হবে বলে দাবি করেছেন কর্তৃপক্ষ।
রাহুল গান্ধীকে গলা ধাক্কা দিয়ে মাটিতে ফেলে গ্রেপ্তার করলো যোগীর পুলিশ।
0 Comments