আহত বিজেপি কর্মী 

 

বিশেষ প্রতিবেদন:বিজেপির নবান্ন অভিযান ঘিরে আজ উত্তপ্ত মহানগরী কলকাতা। সাধারণ মানুষ থেকে রাজনৈতিক বিশ্লেষক সকলেই মনে করেছিল আজ উত্তপ্ত হতে চলেছে কলকাতা। রাজ্য সরকারের বিরুদ্ধে আজ নবান্ন অভিযান বিজেপির যুব মোর্চার পক্ষ থেকে আয়োজন করা  হয়েছে।  সেই মতো রাজ্যের নানা প্রান্ত থেকে বিজেপির কর্মী সমর্থকরা গতকাল থেকে কলকাতায় আসতে শুরু করে। সাঁতরাগাছি ,হাওড়া ময়দান,হেস্টিং ও সেন্ট্রাল এভিনিউ থেকে চারটি মিছিল যথা সময়ে নবান্নের উদেশ্যে রওনা দেয়। কিন্ত বহু 

 

 বিজেপির নবান্ন অভিযান ঘিরে উত্তপ্ত কলকাতা
 

আগেই পুলিশ বিজেপি কর্মীদের মিছিল আটকে দেয়। তার পর থেকেই পুলিশ ও বিজেপি কর্মীদের মধ্যে খন্ড যুদ্ধ শুরু হয়ে যাই। মিছিল আটকানোর  জন্য পুলিশ জলকামান,কাঁদানো গ্যাস ব্যবহার করে। হেস্টিং পুলিশকে লক্ষ্য করে ইঁট বৃষ্টি পাল্টা  পুলিশের লাঠিচার্জ। সদর দফতর থেকে হাওড়া ব্রিজের ওঠার মুখে 

 অবিশ্বাস হলেও সত্যি,মাত্র ৫০ টাকায় হবে এম.আর.আই স্ক্যান।জানুন বিস্তারিত

ব্যারিকেট ভেঙে দেয় বিজেপি কর্মীরা। পাল্টা পুলিশ জলকামান  বিক্ষোপকারীদের হাটানোর চেষ্টা করে পুলিশ। আহত হয়েছেন বিজেপি নেতা রাজু  ব্যানার্জী ,সাংসদ জোতির্ময় সিং মাহাতো সহ বহু বিজেপি কর্মী। 

    

এছাড়া বিজেপি নেতা মুকুল রায় দাবি করেন বহু জায়গায় পুলিশ বিজেপি কর্মীদের গাড়ি আটক করছে। সাঁতরাগাছিতে পুলিশ মিছিল আটকাতে প্রথমে জল কামান ব্যাবহার করে কিন্ত ব্যারিকেট ভেঙে মিছিল আসতেই পুলিশ লাঠিচার্জ শুরু করে। 

 

বনসহায়ক পদের জন্য ইন্টারভিউর তারিখ প্রকাশিত হলো