ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা মারিনের সাথে ১৬ বছরের কিশোরী আভা মূর্ত, ছবি: DNA

 

 বিশেষ প্রতিবেদন: ১৬ বছরের কিশোরীকে একদিনের জন্য প্রধানমন্ত্রী করল ফিনল্যাণ্ড হ্যাঁ আপনি ঠিকই শুনছেন । সিনেমাতে এরকম চিত্র দেখা গেলেও বাস্তবে এরকম ঘটনা খুব কমই দেখা যায়। 'নায়ক' ছবিতে আমরা একদিনের জন্য মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হতে দেখেছি অনিল কাপুর কে। এবার বাস্তবে একদিনের জন্য 

অবিশ্বাস হলেও সত্যি,মাত্র ৫০ টাকায় হবে এম.আর.আই স্ক্যান।জানুন বিস্তারিত  

প্রধানমন্ত্রী হলেন ১৬ বছরের কিশোরী আভা মূর্ত। নারীদের অধিকার সম্বন্ধে সাধারণ মানুষের  মধ্যে সচেতন করতে বুধবার ফিনল্যান্ডের বর্তমান প্রধানমন্ত্রী সানা মারিন  ক্ষমতা দিয়েছেন দক্ষিণ ফিনল্যান্ডের 

বিজেপির নবান্ন অভিযান ঘিরে উত্তপ্ত কলকাতা,পুলিশের জলকামান,কাঁদানো গ্যাস ও লাঠিতে ছত্রভঙ্গ "নবান্ন অভিযান"  

বাস্কির বাসিন্দা আভাকে। নারীরা কত গুরুত্বপূর্ণ সে বিষয়ে সচেতন করতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান ফিনল্যান্ডের বর্তমান প্রধানমন্ত্রী।