Pm modi launches property card, Image Source:Google

 

বিশেষ প্রতিবেদন: এবার কেন্দ্রীয় সরকার  প্রপার্টি কার্ড আনতে চলেছে।  গ্রামবাসীদের জমির সঠিক তথ্য থাকবে এই প্রপার্টি কার্ডে।এই প্রপার্টি কার্ডের ফলে আর গ্রামবাসিদের আর জমির বিবাদে জড়াতে হবে না।আজ প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে পঞ্চায়েতরাজ দিবস উপলক্ষ্যে দেশের গ্রামগুলিকে স্বনির্ভরতার

ঘোষণা করেন।তার সাথে আজ প্রধানমন্ত্রী ই-গ্রামস্বরাজ মোবাইল আপ উদ্বোবধন করেন যার মাধ্যমে 

১৬ বছরের কিশোরীকে একদিনের জন্য প্রধানমন্ত্রী করল ফিনল্যাণ্ড  

পঞ্চায়েতের কাজের দক্ষতা ও প্রয়োজনীয় তথ্য জোগাতে সাহায্য করবে। জানা যাচ্ছে প্রায় ১লক্ষ্য ৩২ হাজার ভারতীয় কে এই প্রপার্টি কার্ডের সুবিধা দেওয়া হবে। দেশের ৬টি রাজ্যের সাড়ে সাতশোরও  বেশি গ্রাম পাবে এই সুবিধা। জানা যাচ্ছে ড্রোনের মাধ্যমে গ্রামবাসীদের জমি ম্যাপিং করে সম্পত্তির খতিয়ান তৈরী করা হবে। 

 

অবিশ্বাস হলেও সত্যি,মাত্র ৫০ টাকায় হবে এম.আর.আই স্ক্যান।জানুন বিস্তারিত