Image Source on Google
 বিশেষ প্রতিবেদন: রাজ্যে বর্ষার দাপট এ বছর চোখে পড়ার মতো। সঙ্গে রয়েছে নিম্ন চাপের দাপট। আজ ভোরে বাঁকুড়ায় বজ্রাঘাতে প্রাণ হারালো ২ কৃষক সহ ২২ টি ভেড়ার।  এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার বড়জোড়া ও রাজগ্রামে। ও পাত্রসায়েরে প্রাণ গিয়েছে ২২ টি ভেড়ার। শনিবার ভোরে বাঁকুড়ায় প্রবল বৃষ্টি পড়ে ,সেই সময় মাঠে স্ত্রী কে নিয়ে কাজ করছিলেন ভোলানাথ মল্ল নাম এক কৃষক, বড়জোড়ার বাসিন্দা। সেই সময় সেখানে ব্রজ্রপাত হয় যার ফলে ওই দম্পত্তি আহত হয় তারপর তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। তবে চিকিৎসকরা জানান ওই ব্যাক্তির মৃত্যু হয়েছে।