নিউস ডেস্ক: কেন্দ্রীয় সরকার অসংগঠিত শ্রমিকদের জন্য e-shram পোর্টাল গোটা দেশ জুড়ে চালু করেছে।আপনি যদি এই কার্ড করেন তাহলে আপনিও সরকারের তরফে একাধিক সুবিধা পেয়ে যাবেন পাশাপাশি সরকারের তরফে বিভিন্ন সামাজিক  সাহায্য করা হবে।এই কার্ডের মাধ্যমে দেশের অসংগঠিত 

                                                         image soure:Google

শ্রমিক একটি জাতীয় ডাটাবেসে  অন্তর্ভুক্ত হবে।কাজের ভিত্তিতে শ্রমিকদের  বিভিন্ন ক্যাটেগরিতে ভাগ করা হবে এবং ১২ ডিজিটের একটি ইউনিভার্সাল নং দেওয়া হবে যা গোটা দেশেই বৈধ। ই -শ্রম পোর্টালে রেজিস্ট্রেশন করলে ২ লক্ষ্য টাকার আকসিডেন্টাল ইন্সুরেন্সের সুবিধা পাওয়া যাবে এবং আংশিক বিকলাঙ্গ হলে মিলবে এক লক্ষ্য টাকার বীমা। 

ই-শ্রম কার্ডের জন্য প্রয়োজনীয় ডক্যুমেন্ট 

১. আধার কার্ড
২.মোবাইল নং
৩.ব্যাঙ্কের বই 

এই পোর্টালে নাম নথিভুক্ত করার জন্য https://www.eshram.gov.in ওয়েবসাইট প্রবেশ করে সমস্ত  ফর্ম পূরণ করতে হবে।