আগামী তিন মাসের মধ্যে রাজ্যের সরকারি কর্মীদের DA মেটানোর নির্দেশ হাইকোর্টের

 
                                                         image source: Google 

 

বিশেষ প্রতিবেদন :  DA মামলায় কলকাতা হাইকোর্টের কাছে বড় ধাক্কা খেলো রাজ্য সরকার।  আগামী তিন মাসের মধ্যে রাজ্যের সরকারি কর্মীদের DA মেটানোর নির্দেশ দিলো কলকাতা হাইকোর্টের বিচারপতি রবীন্দ্রনাথ সামন্ত ও হরিশ টন্ডন ডিভিশন বেঞ্চ।  আদালত সাফ জানাই মহার্ঘ ভাতা কর্মীদের আইনত অধিকার ও মৌলিক অধিকার।  সপ্তম পে-কমিশন লাঘু হওয়ার পর কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৩৪ শতাংশ হারে মহার্ঘ ভাতা পেয়ে থাকেন। অন্য দিকে রাজ্যের কর্মচারীদের প্রাপ্য মোট মহার্ঘ ভাতার পরিমান ৩১ শতাংশ। দীর্ঘ দিন ধরে আন্দোলন করার পর ,আজকের রায়ের পর সরকারি কর্মীদের জয় হলো।