দেশে কর্মসংস্থান নিয়ে বড় ঘোষণা মোদীর! আগামী দেড় বছরের মধ্যে হবে ১০ লক্ষ চাকরি

 

বিশেষ প্রতিবেদন: আগামী দেড় বছরের মধ্যে হবে ১০ লক্ষ চাকরি।  মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে টুইট করে এ কথা জানানো হয়েছে। প্রধানমন্ত্রী জানিয়েছেন প্রতিটি দপ্তরে প্রয়োজনীয় কর্মী নিয়োগ করা হবে এবং তাদের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হবে। এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে মিশন মোড।

 

টুইট এও জানানো হয়েছে কেন্দ্রের প্রতিটি দপ্তরেই কর্মী প্রয়োজন এবং বর্তমান পরিস্থিতির উপর বিবেচনা করে মানব সম্পদ উন্নয়নের উপর জোর দেওয়া হয়েছে। এ ব্যাপারে প্রধানমন্ত্রী নির্দেশ দেন যাতে দ্রুত এই নিয়োগ পক্রিয়া কার্যকর হয়।