Image source:google

বিশেষ প্রতিবেদন :  অগ্নিপথ প্রকল্পে ভারতের তিন প্রতিরক্ষা  বাহিনীতে অস্থায়ী ভাবে চার বছরের জন্য নিয়োগ করা হবে। তিন বাহিনীর প্রধানরা তিনটি প্রতিরক্ষা পরিষেবায় সৈন্যদের অন্তভুক্ত করার কথা ঘোষণা করেছেন। যা এই নতুন প্রকল্পের নাম দেওয়া হয়েছে "অগ্নিপথ। দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং 

আগামী দেড় বছরের মধ্যে হবে ১০ লক্ষ চাকরি: ঘোষণা প্রধানমন্ত্রীর  

জানিয়েছেন চার বছরের জন্য সেনা বাহিনীতে যুবকদের নিয়োগ করা হবে এবং  পাশাপাশি চাকরি ছাড়ার সময় তাদের বিশেষ সার্ভিস ফান্ড প্যাকেজে দেওয়া হবে। এই প্রকল্পের আওতায় নিযুক্ত যুবকদের "অগ্নিবীর" বলা হবে। যুবকের ছয় মাসের প্রশিক্ষণ দেওয়া হবে। 

 SUBSCRIBE Youtube channel