বিশেষ প্রতিবেদন: হাইকোর্টের নির্দেশ মতো কর্মীদের DA মেটানো হয়নি, তাই রাজ্যের দুই বিদ্যুৎ সংস্থার কর্তাদের বেতন বন্ধের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। সেই সঙ্গে হাইকোর্ট পরিষ্কার ভাবে জানান যতদিন না
![]() |
high court of calcutta |
পর্যন্ত হাইকোর্টের নির্দেশ মতো কর্মীদের মহার্ঘ ভাতা দেওয়া হবে না ততদিন পর্যন্ত ওই দুই বিদ্যুৎ সংস্থার কর্তাদের বেতন বন্ধ থাকবে বলে সাফ জানিয়ে দিয়েছে হাইকোর্ট । রাজ্যের এই দুই বিদ্যুৎ সংস্থা এসিডিএসএল এবং পিডিসিএল কর্তাদের গত ১৭ই জুন হাইকোর্ট নির্দেশ দিয়েছিলো কর্মীদের বকেয়া DA র
আগামী দেড় বছরের মধ্যে হবে ১০ লক্ষ চাকরি: ঘোষণা প্রধানমন্ত্রীর
২০ শতাংশ ২৩শে জুনের মধ্যে দিতে বলা হয়েছিল। তবে ২২শে জুন বিকেলের দিকে কর্মীদের DA র একাংশ তাদের আকাউন্টে জমা পড়েছে বলে দাবি করা হয়। তারই মধ্যে শুত্রুবার মামলার আবার শুনানি হয় এবং সেখানেই হাইকোর্টের তুমুল ভূৎসনার মুখে পরে দুই বিদ্যুৎ সংস্থা।
0 Comments