image source: Google

বিশেষ প্রতিবেদন : নতুন বছরে বেশ কিছু নিয়ম পরিবর্তন হতে চলেছে যা আপনাকে জেনে রাখা উচিত যাতে ভবিষ্যতে আপনাকে কোনো অসুবিধার সম্মীক্ষন না হতে হয়। চলুন এক নজরে জেনে নিই কি পরিবর্তন হতে চলেছে।

১. ব্যাঙ্ক লকার নিয়ম :রিসার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ব্যাঙ্ক লকারের ক্ষেত্রে বেশ কিছু নিয়মের পরিবর্তন করেছে। নতুন নিয়ম অনুযায়ী  ১লা জানুয়ারী ২০২৩ সাল থেকে গ্রাহকদের লকারে থাকা মূল্যবান সামগ্রী যেমন নথি,গয়না ও সম্পত্তির অতিরিক্ত সুরক্ষা করা হবে। তার জন্য গ্রাহকদের অগ্গ্রেমেন্ট নথি সই করতে হবে। তা ছাড়া লকার  ব্যবস্থার স্বচ্ছতা আনার  জন্য এই নিয়ম আনা হয়েছে। 

২.গাড়ির রেজেস্ট্রেশন প্লেট: কেন্দ্রীয় মোটরযানের নিয়ম অনুযায়ী সমস্ত যানবাহনের ক্ষেত্রে HSRP  কালার কোডের স্টিকার বাধ্যতামূলক করা হচ্ছে। এই নিয়ম ভাঙলে পাঁচ হাজার থেকে দশ হাজার টাকা জরিমানা হতে পারে।


৩. ক্রেডিট কার্ডের নিয়ম পরিবর্তন: বেশ কয়েকটি ব্যাঙ্ক ২০২৩ সালের ১লা জানুয়ারী থেকে ক্রেডিট কার্ডের কিছু নিয়মের পরিবর্তন আনতে চলেছে।  


৪.বীমা পুলিশের জন্য KYC  বাধ্যতামূলক: ১লা জানুয়ারী থেকে বীমা পলিসির জন্য ইন্সুরেন্স রেগুলেটরি এন্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া নতুন পলিসির জন্য KYC  আপডেট করা বাধ্যতামূলক বলে জানিয়েব্হে